অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির নতুন সংস্করণে ১২০০ নতুন শব্দ সংযোজন করা হয়েছে। নতুন সংযোজিত শব্দগুলোর মধ্যে ‘টুইট’, ‘ড্যাড ড্যান্সিং’, এবং ‘গিকারি’র মতো নানা শব্দও রয়েছে। অক্সফোর্ড ডিকশনারির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে ‘ফলো’ , ‘ফলোয়ার’, ‘টুইট’ শব্দগুলোকে ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ছয় বছর ধরে এসব শব্দ সামাজিক মিডিয়াতে বহুল ব্যবহৃত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রধান সম্পাদক জন সিমসন বলেছেন, এবার নতুন শব্দ সংযোজনের ক্ষেত্রে অন্তত একটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেটি হলো ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে হলে কমপক্ষে ১০ বছর সেই শব্দটিকে প্রচলিত থাকতে হয়। কিন্তু এবার সেটা অনুসরণ করা হয়নি।
Leave a Reply