শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার কথা রাশিয়া অস্বীকার করেছে। স্নোডেনের ঘটনায় রাশিয়া মোটেই জড়িত নয়। এমনকি স্নোডেন রাশিয়ার দেশের মাটিতেও পা দেননি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের বলেন, স্নোডেন উধাও হয়ে যাওয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে তা কেবল ভিত্তিহীন এবং কোর ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই স্নোডেন এবং মার্কিন বিচারবিভাগের সঙ্গে তার সংশ্লিষ্টতা কিংবা বিশ্বব্যাপী স্নোডেনের চলাফেরা—এর কোনোকিছুর সঙ্গেই জড়িত নই। রোববার হংকং থেকে মস্কোয় যাওয়া স্নোডেন ঠিক কোথায় আছেন তা এখনো সঠিকভাবে জানা না গেলেও ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, স্নোডেন রাশিয়ার সীমান্তই পার হননি।
অপর দিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, ওয়াশিংটন এখনো মনে করে স্নোডেন রাশিয়ায় আছেন। আর তাকে হস্তান্তর করতে রাশিয়া সবরকম চেষ্টা করবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে।
Leave a Reply