শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৫

রাশিয়ায় প্রবেশ করেননি স্নোডেন

রাশিয়ায় প্রবেশ করেননি স্নোডেন

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার কথা রাশিয়া অস্বীকার করেছে। স্নোডেনের ঘটনায় রাশিয়া মোটেই জড়িত নয়। এমনকি স্নোডেন রাশিয়ার দেশের মাটিতেও পা দেননি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী  এক সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের বলেন, স্নোডেন উধাও হয়ে যাওয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে তা  কেবল ভিত্তিহীন এবং কোর ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই স্নোডেন এবং মার্কিন বিচারবিভাগের সঙ্গে তার সংশ্লিষ্টতা কিংবা বিশ্বব্যাপী স্নোডেনের চলাফেরা—এর কোনোকিছুর সঙ্গেই জড়িত নই। রোববার হংকং থেকে মস্কোয় যাওয়া স্নোডেন ঠিক কোথায় আছেন তা এখনো সঠিকভাবে জানা না গেলেও ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, স্নোডেন রাশিয়ার সীমান্তই পার হননি।

অপর দিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, ওয়াশিংটন এখনো মনে করে স্নোডেন রাশিয়ায় আছেন। আর তাকে হস্তান্তর করতে রাশিয়া সবরকম চেষ্টা করবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে।

মস্কো বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্নোডেন রোববার বিকালে হংকং থেকে মস্কোয় অবতরণ করেন। ওই দিনই তার কিউবার রাজধানী হাভানার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কোনো টিকেট ব্যবহার করেননি। উইকিলিক্স ওয়েবসাইট এর ব্রিটিশ আইনজীবী সারাহ হ্যারিসন এ সফরে স্নোডেনের সঙ্গে ছিলেন বলে জানায় বিবিসি। তবে সংবাদদাতারা বলছেন, স্নোডেন মস্কোয় নামার পর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় কৌশলগত দিক থেকে তিনি রাশিয়ায় পদার্পণ করেননি- এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ল্যাভরভের কথায়। এক্ষেত্রে সঠিক কোন তথ্যও পাওয়া যাচ্ছে না।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024