দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩ বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। হিন্দু ধর্মীয় স্বার্থ বিরোধী এবং শাস্ত্র পরিপন্থী দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন অবিলম্বে বাতিল করতে হবে। প্রস্তাবিত এ কালো আইন চালু করলে সনাতন হিন্দুরা শর্ত বৈষম্য অত্যাচার নির্যাতন ও অবিচারের সম্মুখিন হবে। সনাতন হিন্দু সম্প্রদায়ের শেষ আশ্রয়স্থল মঠ মন্দির সুকৌশলে ভূমি খেকো সন্ত্রাসীরা দখল করে নিয়ে যাবে। গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এধরনের কালো আইন চালু হতে পারে না। এ কালো আইন অবিলম্বে বাতিল করা প্রয়োজন।
দুপুর ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মঠ মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুণরুদ্ধার বিভাগীয় কমিটি সিলেট এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশ বক্তারা বলেন, এ আইনের মাধ্যমে গৃহত্যাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, সাধু মোহন্ত ও সেবায়েত মুক্ত ভাবে ভগবানের সেবার আরাধনা ও প্রচার করতে পারবেন না। তারা হবেন বেতনভুক্ত র্কমচারি আর নিয়ন্ত্রক হবেন সরকার।
তারা বলেন সংবিধানিক অধিকার পরিপন্থি ও হিন্দু শাস্ত্র বিরোধী দুরভিসন্ধিমুলক এ কালো আইন তৈরীর অপচেষ্ঠা বন্ধ করা এখন সময়ের দাবি। সরকারকে অবশ্যই জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ গুরুত্বপূর্ন দাবী মানতে হবে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুণরুদ্ধার বিভাগীয় কমিটি সিলেটের আহবায়ক নবদীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। সকাল ১০টায় সিলেট নগরীর ইসকন মন্দির প্রাঙ্গন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্টে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলার হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, সিলেট মহানগরের পূর্জা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মাহানগরের হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট বিমান চন্দ্র দাস, ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, এডভোকেট নিরঞ্জন দাস, বাহুবল শচী মাতা স্মৃতি দাম অধ্যক্ষ শ্রী সমেশ্বর গোবিন্দ দাস, শ্রীবাস অঙ্গনের অধক্ষ্য শ্রী সিদ্ধ গৌরদাস, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর যুগধর্ম দাস, মঠ-মন্দির সম্পত্তি রক্ষা পুণঃকমিটির যগ্ম আহবায়ক বুদ্ধি গৌর দাস, জগন্নাথ আগ্রা কমিটির সভাপতি এডভোকেট সুপর্ণ দাস প্রমুখ। কোর্ট পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
– প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply