কাফি কামাল: টঙ্গীর বোর্ডবাজার এলাকায় প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেয়ার ঘটনা ঘটেছে। বেলা ১১ট ৪৫ মিনিটে বোর্ডবাজার খন্দকার রজব আলী বিদ্যা নিকেতন কেন্দ্রে প্রকাশ্যে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ওই কেন্দ্রের ১ নম্বর বুথে গোপনকক্ষে প্রবেশ না করে পোলিং এজেন্টদের পাশে একটি টেবিলে প্রকাশ্যে সিল মেরে ব্যালট পেপার ভাঁজ করতে দেখা গেছে একাধিক ভোটারকে।
পোলিং অফিসারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ভোটারদেরকে তড়িঘড়ি করে গোপনকক্ষে ঢুকতে বলেন। এসময় ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের এজেন্ট মনিরুজ্জামান বলেন, বাইরে সিল মারলে অসুবিধা কোথায়। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি গিয়ে টেবিলটি সরিয়ে দেন। এবং পোলিং অফিসারকে ভর্ৎসনা করেন। এব্যাপারে প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলাম বলেন, আমার অগোচরে এ ঘটনাটি ঘটেছে। তবে এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও ঘটবে না।
Leave a Reply