শীর্ষবিন্দু ডেস্ক: স্পেনের সানটিগো ডি কোম্পসটিলা শহরে এক ভয়াবহ ট্রেন র্দূঘটনা ঘটেছে। এত প্রায় ৬০ জন তাৎক্ষণিক প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। এর মধ্যে অনেকে এখনো নিখোজ রয়েছেন। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
জানা যায়, ট্রেনটি যাত্রী বোঝাই করে স্পেনের মাদ্রিদ শহর থেকে ফিরোল শহরে যাচ্ছিলো। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় গভীর শোক প্রকাশ করেছেন। ব্রহস্পতিবার সকালেই তিনি র্দূঘটনা কবলীত স্থান পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী এই শহরে জন্ম গ্রহণ করেন। এক টুইটার বার্তায় তিনি এই তথ্য জানান।
Leave a Reply