শীর্ষবিন্দু নিউজ: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতরের ঈদকে সামনে রেখে ট্রেনের আগাম টিকেট নিতে আসা মানুষের ভিড় উপচে পড়েছে কমলাপুর স্টেশনে। সেহরী শেষে অনেকে এসে জড়ো হয়েছেন আগাম টিকেট নিতে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে কাউন্টার খোলার আগের অনেককে কাউন্টারে শুয়ে থাকতে দেখা যায়।
কমলাপুর স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান জানান, পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ৪ অগাস্টের টিকেট। একইভাবে ২৭ জুলাই ৫ অগাস্ট, ২৮ জুলাই ৬ অগাস্ট, ২৯ জুলাই ৭ আগস্ট ও ৩০ জুলাই ৮ অগাস্টের টিকেট দেয়া হবে। আর ঈদের পরে ফিরতি টিকেটের আগাম বিক্রি চলবে ৪ থেকে ৮ অগাস্ট পর্যন্ত।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গন্তব্যের কাউন্টারের সামনে মানুষের সারিও দীর্ঘ হতে থাকে। সকাল ৯টা থেকে কাউন্টার খোলার কথা থাকলেও ফুরিয়ে যাওয়ার আগেই নিজের টিকেটটি পেতে সেহরির পর থেকেই স্টেশনে ভিড় জমায় ঘরমুখো মানুষ। ভোর ৪টার দিকে যাত্রাবাড়ি থেকে জামালপুরগামী তিস্তার টিকেট নিতে এসেছেন ঢাকা ওয়াসার কর্মচারী মঞ্জুরুল ইসলাম। প্রায় সাত ঘণ্টা অপেক্ষার পর টিকেটে পেয়েছেন তিনি। অপেক্ষার বিরক্তি থাকলেও শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী টিকেট পাওয়ায় খুশি অনেকে।
Leave a Reply