নিউজ ডেস্ক: ৪ বছর বয়সী এক ফুটফুটে শিশুকে ফুটন্ত দুধের পাত্রে ধাক্কা মেরে ফেলার পর শিশুটির মৃত্যু হয়েছে। গৃহপরিচারিকা শিশুটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বলে অভিযোগ এনেছেন শিশুটির পিতা। গৃহপরিচারিকা ইথিওপিয়ার নাগরিক বলে জানা গেছে।
গত রোববার সৌদি আরবের আল-জাওফ প্রদেশের সাকাকা শহরতলিতে ঘটেছে এ ঘটনা। দুর্ভাগা শিশুটির নাম আফাত ফাওয়াজ আল-শালান। ফুটন্ত দুধে পুড়ে যাওয়ার পরই তাকে স্থানীয় আবদুল রহমান আল-সুদাইরি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরদিন অর্থাৎ সোমবার ভোরে শিশুটির মৃত্যু হয়। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। শিশুটির পিতা দাবি করেছেন, ওই পরিচারিকার সঙ্গে সবসময় ভাল ব্যবহার করা হতো।
তিনি অভিযোগ এনে বলেন, ফাওয়াজকে দুধের পাত্রে ফেলে দেয়ার কথাও স্বীকার করেছে ওই পরিচারিকা। তবে সৌদি গণমাধ্যমের কাছে পুলিশ কর্মকর্তারা ঘটনাটি স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি।
Leave a Reply