নাজমুল হোসেন, মিলান ইতালি থেকে : ইতালিতে অবৈধ অভিবাসীদের আইনে কিছুটা পরিবর্তন করেছে ইতালি সরকার | ইতালিতে অবস্থানরত ও কর্মরত অবৈধ অভিবাসীদের জন্য পূর্ণ বিবেচনা করে DECRETO FLUSSI নামের অভিবাসী আইনে কিছুটা পরিবর্তন করেছে | মূলত এই আইনটি শ্রমবাজারে প্রবাসী শ্রমিকদের ইতালিতে নিয়োগের বিষয়ে অনেক পরিবর্তন এনেছে |
পাশাপাশি ২০১২ সালে বাদ পরে যাওয়া অবৈধদের কে একটি সুযোগ করে দিয়েছে | এই আইনটি অনেকটা অধিবাসী আইনের সাধারণ ক্ষমার আওতায় ফেলা হয়েছে | জানা যায়,ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা নানা জটিলতায় দিন যাপন করছেন | অনেকেই অবৈধ ভাবে কাগজ জমা দিয়ে আইনি কারণে তাদের জমাকৃত কাগজ সরকার ব্লাক লিস্ট করে রেখে দিয়েছে | ইতালি সরকার এই সব অবৈধ অভিবাসীদের কথা বিবেচনা করে একটি বিল পাশ করেছে যাতে করে এই সব অধিবাসীরা সরকারী আদেশ অনুযায়ী কাগজ জমা করে বৈধতা লাভ করতে পারে |
এই আইনের ফলে পারমিট এর জন্য রিভিউ আপিল করতে কোনো উকিল বা বিশেষ কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই | যে কোনো সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান বা সংঘটন যেমন সিজিয়েল ( পুরো ইতালির জন্য ) ইতাল বাংলা ও ধুমকেতু ( শুধু রোমের জন্য ) জাতীয় সেবা,নাগরিক ও শ্রমিক অধিকার আদায়কারী সংস্থা গুলোর মাধ্যমে নাম মাত্র ফি দিয়ে আপিল করতে পারবেন | যে সকল অধিবাসী ২০১২ সালের পূর্বে ইতালিতে প্রবেশ করেছেন এবং অবস্থানের প্রমান করতে পারবেন পাশাপাশি ২০১২ সালে ১০০০ ইউরো জমাকৃত রশিদ দেখাতে পারবেন বর্তমান সরকার নতুন আইনের আওতায় এনে প্রতিটি অধিবাসীদের সর্বোচ্চ এক বছরের নবায়ন যোগ্য ও ওয়ার্ক পারমিট বা পের্মেচ্ছ দা সৌজন্য পারমিট প্রদান করবে |
শর্ত পূরণে সকলেই এক বছরের যার যার কর্মস্থলের প্রদান কারীদের প্রতিষ্টান বা ব্যক্তির মাধ্যমে তাদের অবস্থানের স্থায়ী ব্যবস্থা করতে পারবে | এই আইনের আরেকটি নতুনত্ব হলো বেকারদের জন্য রেসিডেন্স পারমিট বা পের্মেচ্ছ দা সৌজন্য নবায়নের সময় বৃদ্ধি করা জন্য যারা কাজকর্ম করেন না,কাজ থেকে বের করে দিয়েছে বা স্বেচ্ছায় রিজাইন দিয়ে চলে আসতেন তাদের জন্য বেধে দেওয়া সময় ৬ মাস থেকে এখন ১ বছর আনা হয়েছে | সময়ের মধ্য নিয়োগের কাগজ পত্র সাবমিট করলে আবার তা নবায়ন করা যাবে | আরো জানা যায়,ইতালি ইমিগ্রেশন অফিসাররা বলছেন কোনো অধিবাসী যেন অবৈধ পথে পা না বাড়ায় | এখানে তাড়াহুড়ার কিছু নেই | সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সেখানে কতিপয় দালালদের মাধ্যমে,অন্য কোনো ব্যক্তির প্রলোভনে প্রভাবিত না হয়ে,অতিরিক্ত টাকা না দেওয়ার আহবান জানান |
আইনটি মূলত ২০১২ সালে FLUSSI তে জমাকৃত আবেদন কর্মপ্রদানকারী প্রতিষ্টান বা ব্যক্তির অপর্যাপ্ত আয় বা আইনি কোনো সমস্যার কারণে মুলতবি অথবা বাতিল ঘোষিত আবেদন গুলোকে পূর্ণ বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |যে সকল ব্যক্তি বা প্রতিষ্টান নিয়ম বহিরভুত আবেদন জমা দিয়েছেন কর্মসংস্থান মন্ত্রনালয় তাদের নাম তালিকা থকে ব্লাক লিস্ট করে রেখে দিয়েছে | প্রতিটি আবেদনের জন্য সরকার এই ব্লাক লিস্ট উত্তোলনের একটি কমিশন ঘটন করে পূর্ণ বিবেচনা করে এই নতুন আইনের আওতায় আনা হয়েছে | এই ক্ষেত্রে পূর্ব ঘোষিত বাত্সরিক আয়ের উপর ও ছাড় দেওয়া হয়েছে |
অর্থাৎ রেদিত বা বাত্সরিক আয়ে কিছুটা কম থাকলে ও তা বিবেচনা করা হবে | যে কোনো প্রবাসী যদি আবেদনপত্র এবং সরকারী কোষাগারে ১০০০ ইউরো জমা দেওয়ার পরে প্রতিষ্ঠান দেওলিয়া হয় অথবা ব্যক্তি কে খোজে পাওয়া না গেলে সে ক্ষেত্রে নতুন প্রতিষ্টান বা ব্যক্তির সাথে নতুন করে নিয়োগ পত্র করার কাগজ দেখাতে পারলে থাকে পারমিট প্রদান করা হবে | আর যারা শুধু মাত্র ২০১২ এর পূর্বে ইতালিতে আসার প্রমান টি এবং ১০০০ ইউরো জমা দেওয়ার রশিদ দেখাতে পারবেন তাদেরকে ১ বছর সময় বেধে দেওয়া হবে এবং পারমিট দেওয়া হবে | এর মধ্য প্রতিটি অধিবাসী কে নিজ নিজ প্রচেষ্ঠায় নিজেকে কর্ম নিয়োগে নিয়োজিত করে নিজ অবস্থানের স্থায়ী ব্যবস্থার আবেদন জমা দিতে হবে |
সুত্র: আমিওপারি নিউজ
Leave a Reply