শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
কানাডীয় মানবিক সহায়তা তহবিলের (সিএইচএএফ) মাধ্যমে বন্যার্তদের জন্য আড়াই লাখ কানাডীয় ডলার দেওয়া হবে বলে ঢাকায় কানাডার হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়।
কেয়ার কানাডার তত্ত্বাবধানে ১৫ অগাস্ট থেকে শুরু করে ছয় মাসের প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে।
এই অর্থ দিয়ে খাদ্যবহির্ভূত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও ১০ হাজার মানুষের মধ্যে নগদ টাকা বিতরণ করা হবে।
বাংলাদেশে এই প্রকল্পে সিএইচএএফের মোট বাজেট ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ কানাডীয় ডলার।