বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০১

দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের ট্রেনিং সেশন অনুষ্ঠিত

দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের ট্রেনিং সেশন অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: রোববার ১৯ মার্চ পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড ষ্ট্রীটে অবস্থিত ‘কেয়ার হাউস’এ দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের বিভিন্ন শাখা দায়িত্বশীলদের নিয়ে এক ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়।

গ্রেটার লন্ডনের দায়িত্বশীল মাওলানা ফারুক হোসেইনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত পেশ করেন আবুল মিয়া। এরপর সুচনা বক্তব্য রাখেন গ্রেটার লন্ডনের অন্যতম দায়িত্বশীল মাওলানা আবুল হাসানাত চৌধুরী।

অনুষ্ঠানে ‘ম’টিভিশন’ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন যে জীবনে ভাল কাজের জন্য কোন উৎসাহ, উদ্দীপনা, কর্মস্পৃহা নেই সে জীবন কতই সঙ্কীর্ণ। সে জীবনটা কোনদিন সামনে আগাতে পারবেনা।

তাই আমাদের ব্যক্তি, সামাজিজ ও সাংগঠনিক জীবনে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহপাকের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তজ রাখেন সংগঠনের নায়েবে আমির মোঃ বোরহান উদ্দিন, ডিপুটি সেক্রেটারি জেনারেল শাব্বির আহমদ কাওসার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিত।

পরে এক গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হ্য়। এতে গ্রুপ লিডার হিসেবে দায়িত্ব পালন করেন,মোঃ বোরহান উদ্দিন, মাওলানা রেজাউল করিম, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকি, শাব্বির আহমদ কাওসার, আলহাজ নুর বখশ।গ্রুপ আলোচনার ফিডব্যাক দেন, আরমান আলী, হাফিজ কামাল, আশরাফ আলী, গোলাম কাদির চৌধুরী শামিম, আব্দুর রহিম।

ট্রেনিং সেশনে গ্রেটার লন্ডনের বিভিন্ন শাখা দায়িত্বশীল ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নায়েবে আমীর মোঃ বোরহান উদ্দিনের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024