মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৫

এখনো অচেতন অবস্থায় আছেন মেয়র আনিসুল

এখনো অচেতন অবস্থায় আছেন মেয়র আনিসুল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এখনো অচেতন অবস্থায় রয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনিসুল হকের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎকরা জানিয়েছেন, মস্তিষ্ককে বিশ্রামে রাখতে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আনিসুল হক কী ধরণের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিত্সকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান। আনিসুল হকের স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিত্সা নিশ্চিত করতে এটি জরুরি।

মেয়রের স্ত্রী রুবানা হক জানিয়েছেন, প্রথম দফায় আনিসুল হককে যেসব ওষুধ দেওয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে চিকিৎসার বিষয়ে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আনিসুল হকের জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করেছেন তিনি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী রুবানা হক তার চিকিত্সার ?বিষয়টি সার্বক্ষণিক দেখভাল করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025