বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:১২

ফক্স নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে স্কাই নিউজ

ফক্স নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে স্কাই নিউজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফক্স নিউজের সম্প্রচার বন্ধ করে চ্যানেল কতৃপক্ষ।চ্যানেলটির দর্শক ঘাটতি ও ব্যবসায় লোকসান থাকায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হয় কতৃপক্ষ।

ফক্স নিউজের তরফ থেকে বলা হয়েছে, ব্রিটেনের বাজারকে প্রাধান্য দিয়ে সে দেশের দর্শকদের চাহিদা মাথায় রেখেই অনুষ্ঠানসূচি সাজিয়েছে ফক্স নিউজ। স্কাই নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার করতো ফক্স নিউজ। এদিকে স্কাইয়ের ৩৯ ভাগ শেয়ার ফক্সের। বাকি শেয়ার কিনতে ফক্সের প্রস্তাব নাকচ হওয়ায় সম্প্রচার বন্ধে কোনো বাধা নেই।

ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ব্রিটেনে ফক্স নিউজের সম্প্রচার চালিয়ে যাওয়া বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। তবে ১৫ বিলিয়ন ডলারে স্কাই নিউজ এজেন্সি কিনে নিতে ফক্স নিউজ যে প্রস্তাব দিয়েছিল তা আটকে যাওয়ার সঙ্গে সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

ফক্স নিউজের কর্ণধার রুপার্ট মারডক জানান, ব্রিটেনে মাত্র কয়েক হাজার দর্শক রয়েছে চ্যানেলটির। ব্যবসায় লাভবান না হওয়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। ১৫ বছর ধরে সম্প্রচার চালানোর পরেও জনপ্রিয়তা পায়নি ফক্স নিউজ। যে কারণেই এর সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025