গত ২২ শে সেপ্টেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের ক্ল্যাপটন ফুটবল ক্লাবের স্টেডিয়ামে বাংলাদেশ থেকে আগত সোনালী অতীত ঢাকা বনাম সোনালী অতীত ইউ কে মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়।
লন্ডনের ফুটবল প্রেমিক দর্শকদের উপস্তিথিতে এই খেলায় সোনালী অতীত ইউকে ছয়-এক গোলে সোনালী অতীত ঢাকা কে পরাজিত করে। সোনালী অতীত ইউ কের পক্ষে তফজুল চার, রেকন এক এবং জুয়েল হক এক গোল এবং সোনালী অতীত ঢাকার পক্ষে নকিব এক গোউল করেন।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর রবিবার বার্মিংহাম সোনালী অতীত দুই-এক গোলে শিরোফা অর্জন করে। সব কটি খেলা সফল ও সুন্দর ভাবে প্রতিযোগিতা হওয়ায় সোনালী অতীত ইউকের প্রেসিডেন্ট ক্লাবের পক্ষে থেকে সবাইকে ধন্যবাদ জানান।
– প্রেরিত সংবাদ