শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে দামী এলাকায় এক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি এক মহিলাকে অপহরণ করে গাড়ীর বুটে রাখেন এবং অপহরণ, অস্ত্র রাখা এবং ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও বিনা ইন্স্যুরেন্সে গাড়ি চালিয়েছেন। এই অভিযোগ প্রমাণের ভিত্তিতে জেলদন্ড দিয়েছে লন্ডনের স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্ট।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাফাক আব্বাস। বয়স ২৪ বছর। তিনি বেথনালগ্রীনের উইকফোর্ডের বাসিন্দা। আব্বাসের বিরুদ্ধে স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে ৪দিনের শুনানি শেষ গত ১৫ সেপ্টেম্বর ১৫ মাসের জেলদন্ড দেন বিচারক। জেলদন্ডের পাশাপাশি ২০২১ সাল পর্যন্ত আব্বাসের উপর গাড়ী ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
পুলিশ জানায় গত ১৮ এপ্রিল দিনের বেলা আব্বাসকে ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও বিনা ইন্স্যুরেন্সে গাড়ী চালানোর অভিযোগে আটক করা হয়। তার গাডীতে অস্ত্র পায় পুলিশ। এ সময় আব্বাসের কথায় পুলিশের সন্দেহ হলে তার গাড়ীর বুটে ২৬ বছর বয়সী এক মহিলাকে পায়। মহিলা তখন কাঁদছিলেন এবং তার অবস্থা একদম সংকটাপন্ন ছিল।