শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী মাস থেকে লন্ডনে চলাচলকারী যানবাহনের ওপর নতুন চার্জ আরোপ করা হচ্ছে। লন্ডনের বায়ু দূষণ রোধে পুরনো গাড়ি থেকে নির্গমন সমস্যা মোকাবেলায় টি চার্জ বা টোক্সিসিটি চার্জ নামের নতুন এই চার্জ কার্যকর করছে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল কর্তৃপক্ষ।
টিএফএল এর ওয়েবসাইটে ভিজিট করে আপনার গাড়িটি এমিশনস স্ট্যান্ডার্ড অনুযায়ি কি-না তা চেক করতে পারবেন। লন্ডনের বাস ও টেক্সি পরিবেশ বান্ধব হতে শুরু করলেও ট্রান্সপোর্ট ফর লন্ডন হিসাব অনুযায়ি লন্ডনের বায়ু দূষণে ডিজেল চালিত গাড়ির অবদান ২০১৩ সালে যেখানে ছিলো ২৪ শতাংশ তা ২০২০ সালে ৪০ শতাংশে গিয়ে দাড়াবে।
তবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ৯০ শতাংশ ডিসকাউন্ট পাবেন এবং ব্লুব্যাজধারী গাড়ি চালকরা ১০০ ভাগ ডিসকাউন্ট পাবেন। টাওয়ার হ্যামলেটসে বায়ু দূষণ কিভাবে অকাল মৃত্যুর কারণ হচ্চেছ, তা আমাদের সবারই জানা। আমাদের বাচ্চদের লাঞ্চ থেকে শুরু করে বয়স্কদের ডিমেনশিয়া, স্ট্রোক ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বায়ু দূষণ অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।
লন্ডনের বিপদজনক দূষিত বায়ুকে বিশুদ্ধ করার উদ্যোগে সাহায্য করবে নতুন এই চার্জ। বর্তমানের কনজেশন চার্জের পাশাপাশি কার্যকর হবে টি-চার্জ এবং যে সকল গাড়ি ইউরো ৪ স্ট্যান্ডার্ড অনুস্মরণ করতে ব্যর্থ হবে, প্রাথমিকভাবে সেইসব গাড়ির ক্ষেত্রে ১০ পাউন্ড করে চার্জ আরোপ করা হবে।
অধিকাংশ ক্ষেত্রেই ২০০৬ সালের আগের রেজিস্ট্রিকৃত গাড়ি অথবা ১০ বছরের পুরনো গাড়িগুলোকে এই সাপ্টিমেন্টারি চার্জ গুনতে হতে পারে। এটি বলব হবে শুধুমাত্র কনজেশন চার্জ সময়সীমা অনুযায়ি, অর্থ্ সোমবার থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং একই এলাকার মধ্যে। ব্যাংক হলিডের দিনগুলো এবং ক্রিসমাস ডে ও নিউ ইয়ার্স ডেতে কোন চার্জ আরোপ হবেনা।
লন্ডন মেয়রের এয়ার কোয়ালিটি প্রোগ্রামকে টাওয়ার হ্যামলেটস সমর্থন করছে। এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, কাউন্সিলের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে বায়ু দূষণ রোধ করা। লন্ডন মেয়র সাদিক খান কর্তৃক আরোপিত নতুন টক্সিসিটি চার্জকে আমি স্বাগত জানাই।