শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীতে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানার প্রতিবাদে সারা দেশে ওষুধ বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশে এই ধর্মঘট চলছে। রাত ১০টা পর্যন্ত চলবে তাদের কর্মসূচি।
সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, স্টেডিয়াম মার্কেট ও চৌহাট্টার সব ওষুধের দোকান বন্ধ রয়েছে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ওষুধের দোকানগুলো খোলা। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিলেটের সভাপতি মঈনুল হক চৌধুরী জানান, সিলেটে সমিতির তালিকাভুক্ত প্রায় তিন হাজার ওষুধের দোকান রয়েছে, যার সবই বন্ধ রাখা হয়েছে। তবে রোগীরা যাতে জরুরি ওষুধ পায় সেজন্য হাসপাতালগুলোর ভিতরের দোকানগুলো খুলতে বাধা দেয়া হয়নি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারীগলি, বহদ্দারহাট, জামালখান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সব দোকান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বৃহত্তর চট্টগ্রামের পাড়া-মহল্লার সব ওষুধের দোকান। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
সকাল থেকে রাজশাহী নগরীর কোথাও কোনো ওষুধের দোকান খোলানি। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাজশাহীর সভাপতি জিয়াউল হক বলেন, রাত ১০টা পর্যন্ত সব দোকান বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে তাদের সমিতির কার্যালয় থেকে ওষুধ দেয়া হচ্ছে। সমিতির একমাত্র কার্যালয়টি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থিত।