শীর্ষবিন্দু নিউজ: আগামী জাতীয় সংসদ নির্বাচন ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবং তা সঠিক সময় ও সংবিধান অনুযায়ীই হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর নবাবগঞ্জ সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনএফ নিবন্ধন পাবে কিনা, জামায়াতের নিবন্ধন বাতিল ও নিবার্চনে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো রাজনৈতিক দলই সংবিধানের শর্ত পূরণ করে নিবন্ধিত হতে পারে। আদালতের রায় অনুযায়ী জামায়াতের ইসলামীর নিবার্চন করার এখনও কোনো সুযোগ নেই। তবে, সামনে কি হয় দেখা যাক।
তিনি বলেন, নিবার্চন কমিশন সরকারের প্রভাবমুক্ত থেকে কাজ করে চলেছে। আগামী জাতীয় নিবার্চনও সঠিক সময়ে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন নিবার্চন কমিশনের ঢাকা অঞ্চলের কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও উপজেলা নিবার্চন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান প্রমুখ।