শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মেক্সিকোর পুয়েব্লাতে একটি গ্যাস সংরক্ষণ কেন্দ্র বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছে। বিস্ফোরণের ফলে ওই এলাকার অনেক জায়গায় আগুন লেগে যায়। পুয়েব্লার চাচাপা শিল্পাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তমজা গ্যাস কোম্পানিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি।
বাড়িতে ও শিল্প-কারখানায় ব্যবহারের জন্য সিলিন্ডারে গ্যাস বিক্রি করে তমজা গ্যাস কোম্পানিটি। মেক্সিকোতে গ্যাস সংশ্লিষ্ট এ ধরনের আরও অনেক দুর্ঘটনা ঘটেছে। গত মে মাসে মেক্সিকোর উপকণ্ঠে এক হাইওয়েতে গ্যাস ট্যাংকবাহী একটি ট্রাক বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়। গত বছরের সেপ্টেম্বরে রেইনোসা শহরে পেমেক্স তেল কোম্পানির গ্যাস সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়।
দুর্ঘটনা কবলিত স্থানের তিন কিলোমিটারের মধ্যে বাড়িঘর স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণের পরপরই চারটি মরদেহ খুঁজে পাওয়া গেছে। আর বাকি দুটি মরদেহ আরেকটু পরে পাওয়া গেছে। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। কয়েক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে মেক্সিকো শহর ও ভেরাক্রুজ হাইওয়ে চার ঘণ্টা বন্ধ রাখা হয়েছিলো।