রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০১

প্রধানমন্ত্রীর ভাষণ অস্পষ্ট: জাপা

প্রধানমন্ত্রীর ভাষণ অস্পষ্ট: জাপা

শীর্ষবিন্দু নিউজ: গতকাল শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ অস্পষ্ট এবং এতে তার সর্বদলীয় সরকারের রূপরেখা নিয়ে পরিষ্কার বক্তব্য নেই। এই অভিমত প্রকাশ করেছে খোদ মহাজোটেরই শরিক দল জাতীয় পার্টি। শনিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ প্রতিক্রিয়া জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় জাতীয় সরকারের প্রস্তাব দিয়ে জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সে ব্যাপারে আজ শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটি বলেছে, নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর প্রস্তাব যথেষ্ট নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের কতগুলো বিষয় স্পষ্ট হওয়া দরকার। সংবাদ সম্মেলনের আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর্যালোচনা করা হয়। বৈঠকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, সংসদ সদস্য রওশন এরশাদসহ বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।

আজ দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের কাছে বিস্তাতির তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সর্বদলীয় জাতীয় সরকারের কথা বলেছেন। এ সরকারের প্রধান কে হবেন, তা তিনি স্পষ্ট করেননি। ওই সময় জাতীয় সংসদ বহাল থাকবে কি না, থাকলে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বহাল থাকবে কি না, এ ব্যাপারেও কিছু বলেননি। এ ছাড়া, সর্বদলীয় সরকারের রূপরেখা ও কার্যপরিধি কী হবে, তাও স্পষ্ট নয়। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ ও জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক হয়।

রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবে তা জানানো হয়নি। ওই সময় জাতীয় সংসদ থাকবে কি না, আর থাকলে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কি না তাও স্পষ্ট নয়। বক্তব্যে সর্বদলীয় সরকারের স্পষ্ট কোনো রূপরেখা দেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রস্তাব জাতীয় পার্টি গ্রহণ বা প্রত্যাখ্যান করেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব পরে দেওয়া হবে বলে জানান তিনি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025