শীর্ষবিন্দু নিউজ: ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি কর্মীরা। এ সময় সংঘর্ষের মধ্যে দৌঁড়ে সরে দাড়াতে গিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান। এ ছাড়াও বিএনপি কর্মীদের মিছিল থেকে ছোড়া হাতবোমায় আহত হয়েছেন এক পুলিশসদস্যসহ কয়েকজন। পরে পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র মান্নানের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করে বিএনপি কর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলকারীরা শিববাড়ি শিমুলতলী সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। এতে জয়দেবপুর থানার এস আই আনোয়ার হোসেনসহ কয়েকজন আহত হন। বোমা বিস্ফোরণের পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে।
এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে কয়েকজনকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ওহিদ নামে এক চা বিক্রেতাকে পাঠানো হয়েছে ঢাকায়।