শীর্ষবিন্দু নিউজ: ভোটের কোনো সম্ভাব্য তারিখ না দিয়ে নভেম্বরেই দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এজন্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর আলোচনার সূত্র ধরে সমঝোতার অপেক্ষাও করছে নির্বাচন কমিশন। রোববার কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় ন্যূনতম সময় অপেক্ষা করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ভোটের সম্ভাব্য কোনো তারিখ এখন দেয়া যাচ্ছে না। সময়মতো জানতে পারবেন। তফসিলে যথেষ্ট সময় দেয়া হবে। মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহারের পর প্রচারণার সময় ও ভোটের দিন মিলিয়ে ৪০-৫০ দিন সময় রেখে তফসিল ঘোষণার কথা এর আগে বলেছিলেন কাজী রকিব।
সেক্ষেত্রে জানুয়ারিতে নির্বাচন হলে ইসিকে তো এই মাসেই তফসিল দিতে হবে কি না- সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, এই তো- ঠিকই বলেছেন। রোববারের কমিশন সভায় ভোটের তারিখ নির্ধারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। দশম সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই জোটে বিপরীতমুখী অবস্থানে নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে কাজী রকিবের ৫ সদস্যের ইসি। নির্বাচনী প্রস্তুতির অগ্রগতিতে এখনো সমঝোতার অপেক্ষার কথা জানান তিনি।
দেশবাসী কি এ মাসেই তফসিল পাবে- জানতে চাইলে কাজী রকিব বলেন, দেখা যাক। আমরাও তো [প্রস্তুতি নিচ্ছি]…সময় তো আপনার হিসেব করেই রেখেছেন। আমাদেরও একটা বাধ্যবাধকতা [২৭ অক্টোবর-২৪ জানুয়ারি] রয়েছে। দুই জোটের শীর্ষ পর্যায়ে আলোচনার শুরু হওয়ায় ইতিবাচক ফল আসবে বলে আশা করেন সিইসি। ২৪ জানুয়ারির পরে নির্বাচনের কথা ভাবছেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা দেখার সময় এখনো আসেনি। আমরা আশা করছি, একটা সমঝোতা হবে।
কাজী রকিব বলেন, অবশ্যই রাজনৈতিক সমঝোতার জন্যে অপেক্ষা করছি। দেশবাসী উন্মুখ হয়ে আছে এ সমঝোতার আশায়। আমরা সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, দেশবাসীও তা চায়। সেজন্যে আমরা যতটুকু সম্ভব ওয়েট করব। বহুল আলোচিত এমএ আজিজ কমিশন ২০০৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও তা বাতিল করতে হয়েছিল রাজনৈতিক সঙ্কটের কারণে। কাজী রকিব বলেন, সবার মতামত পর্যালোচনা করেই আচরণবিধি চূড়ান্ত করব আমরা।
আচরণ বিধির খসড়া রোববারই সবার মতামত নেয়ার জন্য ইসির ওয়েবসাইটে দেয়া হয়েছে বলে সিইসি জানান। সাত দিনের মধ্যে ওয়েবসাইটে সরাসরি অথবা ই-মেইলে বা চিঠি পাঠিয়ে মতামত দেয়া যাবে। মতামত দিতে ওয়েবসাইটে (www.ecs.gov.bd) ‘জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ (সংশোধন) বিধিমালা-২০১৩ এর খসড়া লিঙ্ক এ ক্লিক করলে খসড়া আচরণ বিধি খুলবে।
খসড়া আচরণ বিধির নিচে মতামত শিরোনামে একটি লিঙ্ক আছে। এ লিঙ্কে ক্লিক করে নাম-ঠিকানাসহ যে কেউ দিতে পারবে। এছাড়াও লিখিত মতামত secretary@ecs.gov.bd ও dpr@ecs.gov.bd এই ই মেইল ঠিকানায় এবং পত্রযোগে নির্বাচন কমিশন সচিবাললে পাঠানো যাবে।