বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৭

প্রয়াত নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ৬৪তম জন্মদিন আজ

প্রয়াত নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ৬৪তম জন্মদিন আজ

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের নন্দিত প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের ৬৪তম জন্মদিন আজ। পরিবারের পক্ষ এ দিনটি পালন করছেন দ্বিতীয় স্ত্রী শাওন ও দুই ছেলে। বুধবার রাত ১২টা এক মিনিটে ধানমন্ডির দখিন হাওয়ায় হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন পালন করা হয়। এতে মেহের আফরোজ শাওন ও তাঁর দুই সন্তান নিষাদ ও নিনিতসহ তাঁর দীর্ঘদিনের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

হুমায়ুন আহমেদ ছিলেন বাংলাদেশের বিশাল তরুণ সমাজের মনের খোরাক। মিসির আলী, হিমুদের স্রষ্টা। হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা বাঙালিরা বুঝতে পেরেছে তাঁর মৃত্যুর পর। তবে এই লেখকের উপন্যাসের চেয়ে অনেক বেশি ভালো করেছেন নাটক এবং সিনেমাতে। ‘আগুনের পরশমনি’ মুক্তিযুদ্ধের উপর অসাধারণ সৃষ্টি হুমায়ুন আহমেদের। বিশ্বের বাংলা ভাষাভাষি বোদ্ধাদের একান্ত আপনজন ছিলেন হুমায়ুন আহমেদ। তিনি আজ আমাদের মাঝে নেই তারপরও  জন্মদিনে রইল আমাদের প্রার্থনা তাঁর আত্মা যেন শান্তি পায়।

এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ টিভি চ্যানেলগুলো ও বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাওন। এ প্রসঙ্গে তিনি বলেন, বেলা ১১টা থেকে চ্যানেল আইয়ে নিষাদ ও নিনিতকে নিয়ে  হুমায়ূন মেলায় থাকবে। এরপর বিকালে পাবলিক লাইব্রেরিতে হুমায়ূন আহমেদ স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নেব। জাতীয় জাদুঘরে রয়েছে হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা”র প্রদর্শনী,  সেখানেও অংশ নিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025