মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৩

অন্যায়ের সঙ্গে কোন আপস নয়

অন্যায়ের সঙ্গে কোন আপস নয়

শীর্ষবিন্দু নিউজ: অন্যায়ের সঙ্গে কোন অবস্থায় আপস নয়। আপস করা মানে অন্যায়কে প্রশ্রয় দেয়া। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে আজ সন্ধ্যা ছয়টায় খালেদা জিয়া জাতীয় প্রেসক্লাবে এসে পৌঁছান।

সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্দলীয় সরকারের দাবি যৌক্তিক দাবি উল্লেখ করে বিরোধী নেত্রী খালেদা জিয়া বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে বিকালে জাতীয় প্রেস ক্লাবে যান খালেদা জিয়া। প্রেস ক্লাবের নিচ তলার কনফারেন্স কক্ষে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় সাংবাদিকরা দেশের বর্তমান পরিস্থতি তুলে ধরে বক্তব্য রাখেন।

সাংবাদিকদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা অতীতে আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন আশা রাখি।’ তিনি বলেন, আমার পদ-পদবির কোনো লোভ নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমার লক্ষ্য। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়াস করিম, মাহফুজ উল্লাহ, মোস্তফা কামাল মজুমদার, ‘দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকার সম্পাদক আলমগীর মহীউদ্দিনসহ অন্য সাংবাদিকেরা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025