বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন ঢাকায়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন ঢাকায়

শীর্ষবিন্দু নিউজ: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বি তুন হাজি আবদুল রাজাক কমওয়েলথ সম্মেলন শেষে এখন ঢাকায় এসেছেন। শ্রীলংকায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধান পর্যায়ের সম্মেলন শেষে রোববার রাত আটটার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বি তুন হাজি আবদুল রাজাক এর বাংলাদেশ সফরে দু‘দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এরমধ্যে বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি,ব্যবসা-বানিজ্য বিষয়গুলোকে জোর দেওয়া হবে। এছাড়াও দু‘দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তি হস্তান্তন বিষয়ে এবং অফিসিয়াল ও কূটনৈতিক অনারেবল ভিসা চালু সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানা যায়। মন্ত্রনালয় সূত্রে আরো জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টায় নাজিব রাজাক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী বীর শহীদদের প্রতি সম্মান জানানোর পর গাজীপুর যাবেন। সেখানে নাজিব রাজাককে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুননেসা মুজিব কেপিজেড বিশেষায়িত হাসপাতাল ও নাসিং কলেজ উদ্বোধন করবেন। বিকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

একই দিন বিকাল ৩টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু স্মুতি জাদুঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকে মিলিত হবে প্রধানমন্ত্রী কার্যালয়ে। বিকাল ৫টা ৪০ মিনিটে রাস্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাতের জন্য বঙ্গভবনে যাবেন। তিনি। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্থণে এক নৈশভোজে যোগ দেবেন সোনারগাও হোটেলে। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নাজিব বি তুন হাজি আবদুল রাজাক




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025