সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৫৫

সিলেট-২ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী?

সিলেট-২ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী?

শীর্ষবিন্দু নিউজ: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে যখন চলছে নানান আলোচনা-সমালোচনা। ঠিক তখনি দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া শেষ করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। অন্যদিকে দেশের আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি রয়েছে ঠিক উল্টো মেরুতে। নির্বাচনী আমেজের বাইরে নেই সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ একাংশ) আসন। এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রবাসিসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।

দলীয় মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীগণ হলেন- বর্তমান এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীমের স্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, উপ-দপ্তর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025