মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৫৮

নবম সংসদের অধিবেশন শেষ: এবার নির্বাচন প্রস্তুতি

নবম সংসদের অধিবেশন শেষ: এবার নির্বাচন প্রস্তুতি

শীর্ষবিন্দু নিউজ: শেষ হলো নবম সংসদের অধিবেশন কার্যকাল। নির্বাচন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ধারণার চেয়ে এক মাস বেশি সময় গড়ায় নবম সংসদের ১৯তম অর্থাৎ শেষ অধিবেশন। গণতান্ত্রিত ধারা অব্যাহত রাখতে জনগণকে স্বতস্ফূর্তভাবে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে তিনি নির্বাচনকালীন সরকার পরিচালনায় রাষ্ট্রপতির অনুমতি পেয়েছেন বলে নবম সংসদে শেষ এই অধ্রিবশনে জানান। বুধবার বিরোধী দলের অনুপস্থিতিতে নবম সংসদের সমাপনী অধিবেশনে দেয়া বক্তৃতায় সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়াগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছি, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে জানিয়ে এসেছি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন নির্বাচনকালে সরকার পরিচালনা অব্যাহত রাখার। সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে, যার তফসিল আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাতে এই অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তির কথা জানান অধিবেশনে সভাপতিত্বকারী দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান তিনি। কেননা সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি।

তার আগে সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ অধিবেশনই শেষ। ইমার্জেন্সি বা যুদ্ধাবস্থা না হলে অধিবেশন বসবে না। নবনির্বাচিতরা আগামী সংসদে আসবে। নির্দলীয় সরকারের দাবিতে রাজপথে আন্দোলনরত বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের শেষ অধিবেশনের সমাপ্তি হল, যা নিয়ে হতাশার সুরও ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। প্রধানমন্ত্রী সংসদে বলেন, রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি নির্বাচনের ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশন এ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন বাংলার মাটিতে হবেই। নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো থাকবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025