রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫

শেখ হাসিনার লন্ডন না আসার সম্ভাবনা

শেখ হাসিনার লন্ডন না আসার সম্ভাবনা

বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহুর্তে লন্ডনে আসছেন না! তিন-চার দিন পর দিল্লি থেকে পরবর্তী গন্তব্যের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। সংশ্লিষ্ট একটি এই তথ্য জানায়।

লন্ডন সময় সোমবার (৫ আগস্ট) বিকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এ প্রতিবেদককে বলেন, আমার স্ত্রী নেত্রীর (শেখ হাসিনা) পুরনো বন্ধু। আমি তার বড় ভাইয়ের মতো।

এখানে উনার একমাত্র বোন, ভাগ্নিসহ তার পরিবারের সদস্যরা রয়েছেন। সত্তরের দশকেও  তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেন। তার বোনের নিজের বাড়িঘর এখানে। এখানে আমরা আছি, সংগঠন আছে।  বঙ্গবন্ধুকন্যার জন্য শত শত যুক্তরাজ্য প্রবাসী কর্মী তাদের বাড়িঘর ছাড়তে প্রস্তুত।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, শেখ হাসিনা যুক্তরাজ্য সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন কি না সেটা তার জানা নেই।

প্রসঙ্গত, শেখ হাসিনা দেশত্যাগের পরই লন্ডনে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি দ্রুতই ভারত হয়ে লন্ডনে আসছেন। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, যিনি গত ৪৮ বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন, তিনি আপাতত দিল্লিতে তার বোনকে সময় দেবেন বলেও সূত্র জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024