বঙ্গবীর এম এ জি ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ১লা সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল পূর্ব লণ্ডনের ১০৪, হোয়াইট চ্যাপেল রোডস্থ ‘রয়েল বেঙ্গলে’ অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবীর ওসমানী অনুরাগী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শফিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাগণ।
উক্ত মহতি সভায় সবান্ধবে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply