রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০

আর-রাহমান একাডেমী ইউকে’র চিলড্রেন এওয়ার্ড অনুষ্ঠিত

আর-রাহমান একাডেমী ইউকে’র চিলড্রেন এওয়ার্ড অনুষ্ঠিত

‘পড় তোমার প্রভুর নামে’ কোরআনের এই শ্লোগানকে সামনে রেখে ‘আর রাহমান একাডেমি’ লুটনের লুসি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

গত ২৮ আগষ্ট বুধবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের ভাইস চেয়ারম্যন ও শারিয়া কাউন্সিলর মিডল্যান্ড চেয়ারম্যান ডঃ এইচ এম মাওলানা আবদুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লুটন বারের কাউন্সিলার হাজাল সাইমন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আলহাজ্ব সাববির আহমদ (বার্মিংহাম) শুভাকাংখ্যী আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে, দাওয়াতুল ইসলাম লুটন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম জলিল, ইমাম মাওলানা ফখরুল ইসলাম ইমাম ও খতিব মাসজিদুল উম্মাহ লুটন, আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে স্থায়ী মেম্বার আলহাজ্ব আবদুল আওয়াল আবিদ খান, দাওয়াতুল ইসলাম লুটন সভাপতি আলহাজ্ব মইনুল ইলিয়াসী, আলহাজ্ব ফারুক পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের শুভাকাংখ্যী আবুল কালাম, শামিম আহমেদ, আশোক মুবিন, আসগার, বদরুল আমিন, নজরুল আমিন, আবু আফতাব, হোসেন আহমদ।

দোয়া পরিচালনা করেন- আলিমে দ্বীন উলামা উপদেষ্টা হাফিজ মাওলানা আবুল হাছান। অনুষ্টান পরিচালনা করেন- আর রাহমান একাডেমি লুটনের প্রিন্সিপাল ও আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট এর পরিচালক ইমাম মাওলানা নুরুর রহমান।

সহযোগীতায় ছিলেন এমদাদ আল মানসুর, ছালমা বেগম, মাঈশা তাবাসসুম, মাহিয়া তাহাইয়্যুম, মাদিহা তাজাসসুমসহ অনেক অভিভাবক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024