‘পড় তোমার প্রভুর নামে’ কোরআনের এই শ্লোগানকে সামনে রেখে ‘আর রাহমান একাডেমি’ লুটনের লুসি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
গত ২৮ আগষ্ট বুধবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের ভাইস চেয়ারম্যন ও শারিয়া কাউন্সিলর মিডল্যান্ড চেয়ারম্যান ডঃ এইচ এম মাওলানা আবদুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লুটন বারের কাউন্সিলার হাজাল সাইমন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আলহাজ্ব সাববির আহমদ (বার্মিংহাম) শুভাকাংখ্যী আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে, দাওয়াতুল ইসলাম লুটন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম জলিল, ইমাম মাওলানা ফখরুল ইসলাম ইমাম ও খতিব মাসজিদুল উম্মাহ লুটন, আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে স্থায়ী মেম্বার আলহাজ্ব আবদুল আওয়াল আবিদ খান, দাওয়াতুল ইসলাম লুটন সভাপতি আলহাজ্ব মইনুল ইলিয়াসী, আলহাজ্ব ফারুক পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের শুভাকাংখ্যী আবুল কালাম, শামিম আহমেদ, আশোক মুবিন, আসগার, বদরুল আমিন, নজরুল আমিন, আবু আফতাব, হোসেন আহমদ।
দোয়া পরিচালনা করেন- আলিমে দ্বীন উলামা উপদেষ্টা হাফিজ মাওলানা আবুল হাছান। অনুষ্টান পরিচালনা করেন- আর রাহমান একাডেমি লুটনের প্রিন্সিপাল ও আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট এর পরিচালক ইমাম মাওলানা নুরুর রহমান।
সহযোগীতায় ছিলেন এমদাদ আল মানসুর, ছালমা বেগম, মাঈশা তাবাসসুম, মাহিয়া তাহাইয়্যুম, মাদিহা তাজাসসুমসহ অনেক অভিভাবক।
Leave a Reply