সাউথহাম্পটন শহরের গিল্ডহল স্কোয়ারের সামনে বসবাসরত বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি মুক্তিযুদ্ধবিরোধী, উগ্রপন্থী শক্তির বেআইনি কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানানো।
অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। তারা রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের যথাযথ প্রক্রিয়া ছাড়া হয়রানি ও অন্যায়ভাবে গ্রেপ্তার করার ঘটনাকে নিন্দা জানান। এছাড়াও, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা রক্ষার গুরুত্বের উপর জোর দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ড. সরওয়ার জামিল, মতিউর রহমান, সামাজিক আন্দোলনের সংগঠক শামীম মিয়া। একই সমাবেশে স্থানীয় কাউন্সিলর স্টিভেন গ্যালটন উপস্থিত ছিলেন। এ সময় তিনি আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের প্রতি শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply