অনলাইনে আয়কর রিটার্ন জমা বাড়ছে। মাত্র ১২ দিনের ব্যবধানে ২০ হাজারের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দ্য হওয়ায় ইতোমধ্যে স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২১ সেপ্টেম্বর পর্যন্ত www.etaxribr.gov.bd পোর্টালের e-Return অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যার সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে।
যেসব করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
Leave a Reply