শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:০১

পাকিস্তানের রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা বিক্রির জন্য নিলাম ১ অক্টোবর

পাকিস্তানের রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা বিক্রির জন্য নিলাম ১ অক্টোবর

রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

অব্যাহত লোকসানের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির এআরওয়াই জানিয়েছে, বেসরকারি খাতে পরিচালনার জন্য নিলামের মাধ্যমে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করা হবে। আগামী ১ অক্টোবর এ নিলাম অনুষ্ঠিত হবে।

কমিটির চেয়ারম্যান ফারুক সাত্তার জানান, বিক্রির এ নিলাম প্রক্রিয়ার লাইভ দেখানো হতে পারে। ৬টি কোম্পানি এ নিলামে অংশ নেবে।

এর আগে পাকিস্তান সরকার জানায়, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংস্কারের অংশ হিসাবে লোকসানে থাকা এয়ারলাইনের ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে তারা।

এরও আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের ব্যয় কমাতে ও রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা আরও সহজ করতে ৫ মন্ত্রণালয়ের ২৮ দপ্তর বিলুপ্ত করতে যাচ্ছে পাকিস্তান।

শুক্রবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিলুপ্ত করা পাঁচ মন্ত্রণালয় হলো- কাশ্মীর ও গিলগিত-বালতিস্তানবিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্র ও ফ্রন্টিয়ার রিজিয়নবিষয়ক মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, শিল্প ও উৎপাদনবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্যসেবাবিষয়ক মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পাঁচ মন্ত্রণালয়ের অধীনে ২৮ দপ্তর বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দুটি মন্ত্রণালয় একীভূতের সিদ্ধান্ত এবং ৫ মন্ত্রণালয়ের ১২ প্রতিষ্ঠানকে একীভূতের প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী বৈঠকে পাস হওয়া এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের ব্যয় কমানো এমন সেবা ব্যবস্থা আরও সহজ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024