শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৬

বঙ্গভবনে নাগরিক সমাজ: রাষ্ট্রপতি বললেন সমাধানে চেষ্টা করছেন

বঙ্গভবনে নাগরিক সমাজ: রাষ্ট্রপতি বললেন সমাধানে চেষ্টা করছেন

শীর্ষবিন্দু নিউজ: সাংবিধানিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের রাজনৈতিক সংকট নিরসনে সচেষ্ট আছেন ও থাকবেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নাগরিক সমাজের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তাঁরা। চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সচেষ্ট রয়েছেন বলে তার সঙ্গে দেখা করে এসে বলেলেন প্রতিনিধি দলের সদস্য ত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, সুলতানা কামাল ও আকবর আলি খান। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সন্ধ্যা ছয়টা ১২ মিনিটে নাগরিক সমাজের প্রতিনিধিদলের সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। তাঁরা পৌনে আটটায় বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে আকবর আলি সাংবাদিকদের বলেন, আমরা আমাদের উদ্বেগের কথা মহামান্য রাষ্ট্রপতিকে জানিয়েছি। তার সীমাবদ্ধতা রয়েছে। তবে এই পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে তিনি চেষ্টা করছেন। রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন, সাংবিধানিক কারণে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারবেন না, যা করার অনানুষ্ঠানিকভাবে করবেন। সমাধানের জন্য কোনো প্রস্তাব দেয়া হয়েছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো পরামর্শ আমরা দিইনি। আমরা শুধু বলেছি, বিরোধী দল ছাড়া নির্বাচন হবে গণতন্ত্রের জন্য বিপর্যয়কর। সঙ্কট সমাধানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন আকবর আলি। সমাধান শুধু রাষ্ট্রপতির কাছে নয়, জোটগুলোরও দায়িত্ব আছে। তবে কোনো পরামর্শ প্রয়োজন হলে, তা দিতে রাজি থাকার কথা রাষ্ট্রপতিকে বলে এসেছেন এই ছয়জন।

রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা রয়েছে কি না- প্রশ্ন করা হলে আকবর আলি বলেন, রাজেনৈতিক প্রতিপক্ষের কাছে গিয়ে কোনো সমাধান পাওয়া যায় না, তাই আমরা তাদের কাছে যাচ্ছি না। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সঙ্কট -সহিংসতার অবসানে রাষ্ট্রপতিকে অনানুষ্ঠানিক উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আবদুল হামিদ এর আগে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৮ দলের নেতাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে বলেছেন, তারা যে বক্তব্য দিয়েছে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তা তিনি সরকারকে জানিয়েছেন। তার প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে, মন্তব্য করে রাষ্ট্রপতি বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্বেগের কথাও সংশ্লিষ্টদের জানাবেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের পথে এগোলেও নির্দলীয় সরকারের দাবিতে রাজপথের আন্দোলনে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। এর মধ্যে নির্বাচন কমিশন সোমবার দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিরোধী দল। এই কর্মসূচিতে সংঘাতে এই পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। চলমান সংঘাতে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন কামাল হোসেনসহ ছয়জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025