রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯

দেশের রাজনীতিতে আসছে নতুন দল

দেশের রাজনীতিতে আসছে নতুন দল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে দেশের রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি।

সেজন্য ব্যস্ত সময় পার করছেন সংগঠন দুটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। দ্রুতগতিতে চলছে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। তরুণদের পাশাপাশি নতুন এ রাজনৈতিক দলে যুক্ত হবেন সরকারের সাবেক আমলা, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি। সেক্ষেত্রে ক্লিন ইমেজ, গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ হতে হবে তাদের।

নেতাদের দাবি, নতুন রাজনৈতিক দল গঠনে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। ফলে দ্রুত সময়ের মধ্যেই নতুন দল ঘোষণা করা হবে। তবে নতুন রাজনৈতিক দল কেমন হবে? কীভাবে আত্মপ্রকাশ করবে? রাজনৈতিক দলের নাম কী হবে? এ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা কেউ কথা বলতে রাজি নন। তারা বলছেন, কার্যক্রম চলছে। সব কাজ শেষ করেই ঘোষণা হবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগান্তরকে বলেন, আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের কাজ চলমান। তবে নতুন দল ঠিক কবে ঘোষণা করা হবে-তারিখ এ মুহূর্তে বলা সম্ভব না, আমরা কাজ করছি।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনে আমরা দেশের সর্বস্তরের মানুষের সাড়া পাচ্ছি। অনেকে বলছেন, রাজনৈতিক দল গঠনে কেন আমরা এত সময় নিচ্ছি এবং সময় নষ্ট করছি। আমাদের দল নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ আছে। আশা করি, আমাদের এ যাত্রা অনেক ভালো হবে।

তথ্যমতে, নতুন রাজনৈতিক দল গঠনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দল গঠনে দফায় দফায় বৈঠক করছেন তারা। দেশব্যাপী গুছিয়ে নেওয়া হচ্ছে সংগঠন।

থানা, উপজেলা, জেলা, মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কাজ চলছে দ্রুতগতিতে। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা সারা দেশে সাংগঠনিক সফরে ব্যস্ত। অংশ নিচ্ছেন বিভিন্ন সভা-সেমিনারে। অর্গানিক ও টেকসই রাজনৈতিক দল গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের।

ছাত্রনেতারা বলছেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে বেশি ভূমিকা রেখেছেন দেশের তরুণরা। তাই নতুন দল গঠনে তরুণদের কাজে লাগাতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফলে কমিটি গঠনে তরুণদের আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র বলছে, জুলাই ঘোষণাপত্রের দাবিতে বেশ কিছুদিন ব্যস্ত ছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচিও করছেন দুটি সংগঠনের নেতারা।

ফলে রাজনৈতিক দল গঠনের কার্যক্রম কিছুটা পিছিয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই আজ শনিবার বৈঠক করবেন জাতীয় নাগরিক কমিটি। এদিন সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দল গঠনের সার্বিক কার্যক্রম, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন, দেশের রাজনৈতিক অবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সহমুখপাত্র মুশফিক উস সালেহীন যুগান্তরকে বলেন, গণসংযোগের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। নতুন রাজনৈতিক দল গঠনে তরুণদের আগ্রহ অনেক বেশি। সব মিলে আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের কার্যক্রম দ্রুতগতিতে চলছে।

নতুন রাজনৈতিক দল গঠনের আগে সব জেলা, উপজেলা ও মহানগর কমিটি ঘোষণার কাজ শেষ করতে চায় জাতীয় নাগরিক কমিটি। ইতোমধ্যে দুইশর অধিক কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকিগুলোর কাজ শেষ করার টার্গেট দায়িত্বপ্রাপ্ত নেতাদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024