ব্রিটেনের রাজবধূ কেট মিডলটন ক্যানসার থেকে সুস্থ হয়ে প্রথম বার সেই হাসপাতাল সফর করলেন। প্রিন্সেস অব ওয়েলস স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে গেলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কেট জানালেন, তিনি ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। তিনি সেখানে ক্যানসারের চিকিৎসারত রোগীদের পাশে বসে তাদের সাহস দিয়ে বলেন, এই মারণব্যাধির চিকিৎসার সময়টা অনেক কঠিন, কিন্তু দীর্ঘ এই পথের শেষে ঝলমলে আলোর দেখা পাবেন। ক্যানসার থেকে সুস্থ হয়ে ফেরা এক দারুণ অভিজ্ঞতা বলে তিনি তাদের কাছে মন্তব্য করেন।
গত এক বছরের মধ্যে ঐ হাসপাতালে এটিই তার প্রথম একক রাজকীয় সফর। রোগীদের সঙ্গে সময় কাটানো ছাড়াও হাসপাতালের কর্মীদের তাদের অসাধারণ যত্ন ও সহানুভূতির জন্য ধন্যবাদ জানান কেট।
দীর্ঘ সময় ধরে গোপন রাখা তার ক্যানসার চিকিৎসার কথা প্রথম বার প্রকাশ্যে এসেছে এই সফরে। হাসপাতালের প্রধান প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকার সময় ক্যাথরিন বললেন, এখানে এতদিন গোপনে আসতাম। আজ প্রকাশ্যে এসে বেশ ভালো লাগছে।
তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল বাড়ান, এবং বলেন, আপনি সঠিক জায়গায় আছেন। কর্মীদের সঙ্গে আলোচনায় তিনি ক্যানসার চিকিৎসার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে কথা বলেন এবং স্বীকার করেন যে চিকিৎসা শেষ হলেও স্বাভাবিক জীবনে ফেরার লড়াইটা অনেক কঠিন।
ক্যানসার থেকে নিজের জয় এবং পুনরুদ্ধারের যাত্রা নিয়ে ক্যাথরিন একটি বার্তা শেয়ার করেন। তিনি বলেন, ক্যানসার মোকাবিলায় মানসিক শক্তি খুব গুরুত্বপূর্ণ। এই লড়াইয়ে যারা আমাকে সহায়তা করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমি এই বছরকে আরো পূর্ণাঙ্গ এবং অর্থবহ করার অপেক্ষায় আছি।
রোগীদের সঙ্গে সময় কাটানোর সময় কেট চিকিৎসাকালীন তার নিজের অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি জানান, চিকিৎসা চলাকালীন দীর্ঘ সময় ধরে তার শরীরে স্থাপন করা মেডিক্যাল ডিভাইস সম্পর্কে অনুভূতি কেমন ছিল।
তিনি চুল পড়া থামাতে আইস ক্যাপও পরেননি। কেটের এই সফর এবং তার ক্যানসার জয় করার গল্প শুধু রোগীদের অনুপ্রাণিত করেনি, বরং বিশ্ব জুড়ে ক্যানসার যোদ্ধাদের জন্য একটি আশার বার্তা হিসেবে কাজ করেছে।
Leave a Reply