যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার সকালে ঢাকার ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ফখরুল বলেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার আজকে এখানে এসেছিলেন। এটা পূর্বনির্ধারিত ছিলো। আবার কাকতালীয়ভাবে সারাহ কুক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে দেখা করবেন। লন্ডনে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এ সাক্ষাৎ হবে বলে জানান তিনি।
গোল্ডম্যানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ফখরুল আরও বলেন, আমাদের মধ্যে রুটিন আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো সম্পর্কে এবং কবে নির্বাচন হতে পারে সেসব বিষয়ে জানতে চেয়েছেন।
Leave a Reply