মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই স্লোগান নিয়ে আর-রাহমান এডুকেশন ট্রাষট বাংলাদেশ এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে কয়েকটি পরিবারের পাশে দাড়িয়েছে।
গত ১২ই ফেব্রুয়ারি বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যলয় এলাহাবাদ রহমান মনজিল থেকে এই মহতি কার্যক্রমের উদ্বোধনের করা হয়। সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার উদ্যোগে ২নং খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামে, কান্দি গ্রামে ও পাকিছিরি গ্রামের কয়েকটি পরিবারকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী আর-রাহমান এডুকেশন ট্রাষট বাংলাদেশ এর উপদেষ্টা হাজী আব্দুস ছবুর এর সভাপতিত্বে ও আর-রাহমান এডুকেশন ট্রাষট বাংলাদেশ সেক্রেটারি মাওলানা আবদুল মালিক এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন সাদী।
বিশেষ অতিথি ছিলেন- আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাশুক আহমদ, আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি মৌলভী আব্দুস সালাম, আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ এর অন্যতম শুভাকাংখ্যী কারী হাফিজ মুস্তাফা আহমাদ। এছাড়াও পাকিছিরি গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবদুল হান্নান সহ আর অনেকে।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।
তারা আরও বলেন, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২৬৯ -তে উল্লেখ্য করা হয়েছে যে, হাশরের দিন আল্লাহ বলবেন- হে বনী আদম! আমি পীড়িত ছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি। তখন বান্দা বলবে, আপনি উভয় জাহানের প্রতিপালক কীভাবে আমি আপনার সেবা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল। কিন্তু তুমি তার সেবা করোনি। যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকে তার কাছে পেতে।
আল্লাহ তাআলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে বনী ইসরাঈলের একজন ব্যাভিচারিণী নারীকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। তাহলে ভেবে দেখুন, যে ব্যক্তি একজন মানুষকে খাওয়াবে, পানি পান করাবে, বিপদাপদে সাহায্যের জন্য এগিয়ে আসবে, তার সাথে আল্লাহতায়ালা কীরূপ আচরণ করবেন! তাই আসুন, অসহায়দের সাহায্যে আমরা এগিয়ে আসি। অসহায় সম্বলহীন মানুষগুলো উষ্ণ হয়ে উঠুক আমাদের ভালোবাসায়।
Leave a Reply