১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে প্রভাব বিস্তারের অভিযোগে পূর্ব লন্ডনের এক বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরের বিরুদ্ধে ন্যায়বিচার বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্ল্যাকওয়াল এবং কিউবিট টাউন ওয়ার্ডের প্রতিনিধিত্বকারী কাউন্সিলার ৫০ বছর বয়সী আব্দুল মালিক শুক্রবার টেমস ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবারের মতো অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য হাজির হওয়ার কথা ছিল।
অভিযোগ করা হয়েছে যে তিনি ২৩ জানুয়ারি নির্যাতিতা কিশোরী অভিযোগকারীর বাবার সাথে যোগাযোগ করেছিলেন, তাকে তার মেয়েকে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে অনুরোধ করেন।
সন্দেহভাজন ধর্ষকের বাবা এবং খালা, আরও দুই ব্যক্তিকে মাসের শুরুতে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে যে, ৪৫ বছর বয়সী আব্দুল রকিব ১০ জানুয়ারি কিশোরীর সাথে যোগাযোগ করে তাকে তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে বলেছিলেন, অন্যদিকে ৪১ বছর বয়সী রাহেলা বেগমও একই দিনে একই অনুরোধ নিয়ে মেয়েটির কাছে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তিনজন আসামির বিরুদ্ধেই বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি বা একাধিক ঘটনার অভিযোগ আনা হয়েছে এবং তাদের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন অ্যাসপায়ার পার্টির কাউন্সিলর মালিক বর্তমানে মানবসম্পদ কমিটির চেয়ারম্যান এবং লাইসেন্সিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমবার ২০২২ সালে নির্বাচিত হন।
ইভনিং স্ট্যান্ডার্ডের খবরে আরও বলা হয়, টাওয়ার হ্যামলেটসের মার্কারি ওয়াকের মালিক, ওয়ারিয়র স্কয়ার, ম্যানর পার্কের রকিব এবং হডসডনের রাই রোডের বেগমকে আদালতে হাজির হওয়ার আগে আটক রাখা হয়েছিল বলে জানা গেছে।
Leave a Reply