সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৭

যুক্তরাজ্যে ভোটারকে ঘুষি মেরে এমপি কারাগারে

যুক্তরাজ্যে ভোটারকে ঘুষি মেরে এমপি কারাগারে

ভোটারকে ঘুষি মারার দায়ে যুক্তরাজ্যে এক এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তর্কবিতর্কের একপর্যায়ে রাস্তায় একজন ভোটারকে ঘুষি মেরে ফেলে দেওয়ার অভিযোগে তাকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

বিবিসির খবরে বলা হয়, অভিযুক্ত ওই এমপির নাম মাইক অ্যামসবারি।বরখাস্তকৃত লেবার এমপি মাইক অ্যামসবারি তার চেশায়ার নির্বাচনী এলাকায় এক ব্যক্তিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করার পর তাকে ১০ সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়েছে।

গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। তখনকার লেবার এমপি মাইক অ্যামসবারি পল ফেলোসের নামের ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এবং নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তাকে ঘুষি মারেন।

নিয়ে একটি ভিডিও ফুটেজও সে সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে রানকর্ন এবং হেলসবিকের এই এমপিকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন লেবার পার্টি। পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন।

বছর বয়সী আমেসবারি আদালতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেন। শুনানি শেষে সোমবার জেলা বিচারক ট্যান ইকরাম আমেসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024