বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৬

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

১১ই এপ্রিল মঙ্গলবার পুর্ব লন্ডনের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলের পরিচালনায় দোয়া করেন ক্লাবের নির্বাহী সদস্য আব্দুস সালাম।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভাইস ক্লাবের চেয়ারম্যান আব্দুল কাহার, সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, এসিস্টেন্ট সেক্রেটারি এস জুনেদ আহমেদ, জনপ্রিয় খেলোয়াড় ও ট্রেজারার মুয়াজ্জিম আহমেদ রিবু, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ মুন্না মিয়া, ময়নুল হক জুয়েল, আকসার হোসেন, অপু, মনসুর আহমেদ লিটন, সাইদ আহমেদ, আকাসার হোসেন ও আলতাফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। ঈমান, নামায ও যাকাতের পরই রোযার স্থান। প্রিয় নবী (সা.) বলেন, ‘যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়; শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।

রাসূলে খোদা বলেছেন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তোমাদের জন্যে রোজা রাখাকে ফরজ করে দিয়েছে। অতএব যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখবে, তার জন্যে রোজার সেই দিনটি হবে এমন যেন সবে মাত্র সে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, অর্থাৎ রোজাদার তার সকল গুণাহ থেকে মুক্তি পেয়ে নিষ্পাপ শিশুটির মতো হয়ে যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025