বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪০

আলোচনায় জরুরি অবস্থা: সেনা মোতায়েন

আলোচনায় জরুরি অবস্থা: সেনা মোতায়েন

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিব্রত-হতাশ সরকার। নির্বাচন নিয়ে মহা ভাবনায় নেতারা। যদিও সংবিধানের বাধ্যবাধকতার কথা বলে সরকার এখনও নির্বাচন করার ক্ষেত্রে অনড় অবস্থানে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখন সেনা মোতায়েন ও বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির চিন্তাও রয়েছে। সম্ভাব্য এসব ব্যবস্থা নিয়ে দলের শীর্ষ নেতা ও সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের প্রধানমন্ত্রী আলোচনাও করেছেন।

গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে আজ বিকালে দলের কার্য নির্বাহী সংসদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন করতে হলে সম্ভাব্য করণীয় নিয়েও দলের নেতাদের পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী। জাপা চেয়ারম্যান এরশাদের সর্বশেষ অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তার দুর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দলীয় সূত্র জানিয়েছে। এর মধ্যে দুটি বিকল্প নিয়ে কাজ চলছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে এরশাদের সঙ্গে নেপথ্যে যোগাযোগ চলছে। তবে গতকাল রাত পর্যন্ত যোগাযোগ করেও তার সঙ্গে সরকারি দলের কারও যোগাযোগ হয়নি। এরশাদের সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া না পাওয়ায় সরকার ঘনিষ্ট দুই নেতাকে ডেকে পাঠানো হয় গণভবনে। বলা হচ্ছে ওই দুই নেতার দুতিয়ালিতেই এরশাদ নির্বাচনকালীন সরকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে রাতে গণভবনে বৈঠকের পর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলুর সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা যায়নি। বৈঠকের বিষয়ে তারা গণমাধ্যমে কোন বক্তব্য দেননি।

যদিও আওয়ামী লীগের নেতারা জানিয়েছে, বৈঠকে ওই দুই নেতা নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন। এছাড়া দ্বিতীয় বিকল্প হিসেবে বিরোধী দলের আন্দোলন ও কর্মসূচি দমনে আরও কঠোরতা অবলম্বন করা হতে পারে। এক্ষেত্রে দলীয়ভাবে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা আসতে পারে। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে সম্ভাব্য বিশেষ পরিস্থিতির আগাম তথ্য পেয়েই এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024