আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মসজিদে মিকাত’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
মদিনার মিকাত মসজিদ বলতে মূলত যুলহুলাইফা যা মসজিদে আলী নামেও পরিচিত বোঝানো হয়, যা মদিনা থেকে মক্কায় হজ বা ওমরা করতে যাওয়া হাজিদের জন্য ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান (মিকাত)।
এটি মদিনা মসজিদ থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মদিনাবাসীর জন্য নির্ধারিত মিকাত, যেখানে হাজিরা নিজেদের নিয়ত করে ইহরাম পরিধান করেন।
সৌদি আরবের মদিনা থেকে উমরা ও হজপালনের জন্য আগতদের মিকাত- জুলহুলাইফা। স্থানটি ‘আবইয়ারে আলি’ নামে পরিচিত। এটি মসজিদে নববি থেকে ১১ কিমি দূরে দক্ষিণ-পূর্ব দিকে এবং মক্কা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত।
মদিনাবাসী এবং এ পথ দিয়ে যারা আসেন- তারা এখান থেকে ইহরাম বাঁধেন। মক্কা শহর থেকে এটা সবচেয়ে দূরতম মিকাত।
এখানে স্থাপিত মসজিদটি স্থাপত্যশৈলী এবং এর চারপাশের সবুজ রঙের কারণে অনন্য। মসজিদের চারপাশের মরুদ্যান এবং সবুজের কারণে আবহাওয়া মনোরম থাকে। গ্রীষ্মকালেও তাপ খুব একটা অনুভূত হয় না।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ জুলহুলাইফার মিকাত মসজিদ সম্পর্কে এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান হজ ও উমরাযাত্রীর সংখ্যা বিবেচনা করে সৌদি সরকার জুলহুলাইফা মসজিদের সম্প্রসারণ করেছে। হজ ও উমরা পালনকারীদের সুবিধার্থে চমৎকার সব ব্যবস্থা করা হয়েছে এখানে।
পুনর্নির্মাণ এবং সম্প্রসারণের পর মসজিদের পরিসর বেড়েছে। বর্তমান মসজিদটি ১ লাখ ৭৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত।

Leave a Reply