বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:১৯

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমানের ফ্লাইট বন্ধ ঘোষণা

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমানের ফ্লাইট বন্ধ ঘোষণা

যাত্রী সংকট, উড়োজাহাজের স্বল্পতাসহ নানা কারণে আগেও কিছু রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এবার ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে বিমান। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলাকা ভবন থেকে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও জেনারেল ম্যানেজার বোসরা ইসলাম।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষে বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।

তাই ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সন্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 বিমান সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে জানিয়েছে,পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025