শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন যখনই হোক, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। তারাই সিদ্ধান্ত নেবেন কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় সুজাতা সিং আরোও বলেন, সর্বোচ্চ’ সংখ্যক দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন দেখতে চায় ভারত। যার ফলাফল গ্রহনযোগ্য হতে হবে। ভারত সবসময়ই বাংলাদেশের শান্তি ও অগ্রগতি কামনা করে। প্রতিবেশী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।