মামলার শুনানিতে হাজির না হওয়ায় নাশিদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন আদালত। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মালদ্বীপ পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কাছে তাঁকে (নাশিদকে) গ্রেপ্তার ও আদালতে হাজির করার নির্দেশ রয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। আগামীকাল তাঁকে আদালতে হাজির করা হবে।’
মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ নাশিদ। কিন্তু গত বছর পুলিশি বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। আটকাবস্থা এড়াতে গত ১৩ ফেব্রুয়ারি নাশিদ ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছিলেন। পরে দেশে ‘শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম’ চালাতে পারবেন, এটা ভেবে ভারতীয় হাইকমিশন ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু ১০ দিন পর তিনি গ্রেপ্তার হলেন।
নাশিদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন থেকে নাশিদকে বাদ দেওয়ার জন্য এ বিচার করা হচ্ছে। নাশিদ বলেছিলেন, পুলিশি বিদ্রোহ ও বিরোধীদের আন্দোলনের সময় অস্ত্রের মুখে তাঁকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে মালদ্বীপের একটি কমিশন গত আগস্টে বলেছিল, নাশিদের ক্ষমতা হস্তান্তরের ঘটনা কোনো অভ্যুত্থান ছিল না। এটা ছিল প্রতিবাদের মুখে সংবিধানসম্মত ক্ষমতা হস্তান্তর।
নাশিদের বিরুদ্ধে আনিত অভিযোগে জানা যায়, তিনি এক বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। এ অভিযোগ প্রমাণিত হলে আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নাশিদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
সুত্র: রয়টার্স
Leave a Reply