শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কংগ্রেসের সহায়তা নিয়ে দিল্লিতে আম আদমি পার্টিই (এএপি) সংখ্যালঘু সরকার গঠন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আর দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের সমর্থন নিয়ে এএপির সরকার গঠন করা উচিত কিনা এ ব্যাপারে এক সপ্তাহ ধরে চলা জনমতে সিংহভাগ মতামত সরকার গঠনের পক্ষেই গিয়েছে। গত ৮ ডিসেম্বর দিল্লির রাজ্যসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অরবিন্দ কেজরিওয়াল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) কে বলেন, যদিও আমাদের জনসমাবেশগুলোতে এলাকার সিংহভাগ মানুষ অংশগ্রহণ করেছে এবং ৮০ শতাংশেরও বেশি মানুষ মনে করে আমাদের সরকার গঠন করা উচিত। তারপরও পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অতপর সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে অরবিন্দ জানান দিল্লিতে তারাই সরকার গঠন করছেন এবং মুখ্যমন্ত্রীও তিনিই হতে যাচ্ছেন।
এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের বরাতে জানা যায়, বেলা সাড়ে বারোটার দিকে দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর নাজিম জং-এর সঙ্গে দেখা করে এএপি’র পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়, বেশির ভাগ মানুষের রায় মেনে তারা দিল্লিতে সরকার গঠনে প্রস্তুত।
এ দিন সকালে এএপি’র রাজনীতি বিষয়ক কমিটির বৈঠক বসে। আলোচনা শেষে আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া সাংবাদিকদের জানান, ইন্টারনেটের মাধ্যমে গোটা দেশ থেকে প্রায় ৫ লাখ ২৩ হাজার ১৮৪ জন তাদের মতামত জানিয়েছেন। এর মধ্যে ২ লাখ ৬৫ হাজার ৯৬৬ জন দিল্লিবাসী। এই বিপুল সংখ্যক মানুষের ৭৪ শতাংশই মনে করেন এএপি’র সরকার গঠন করা উচিত। সংখ্যাটা প্রায় ১ লাখ ৫৭ হাজার। এ ছাড়া দিল্লিতে রবিবার রাত পর্যন্ত যে ২৮০টি সভা করেছে এএপি, তার মধ্যে ২৫৭টি সভাতেই মানুষের রায়, সরকার গঠনের পক্ষে।