শীর্ষবিন্দু নিউজ: শপথ নেয়ার পর এবার নিজ নিজ দপ্তরের দায়িত্ব নেয়া শুরু করেছেন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। আজ সকাল থেকে তারা সচিবালয়ে আসা শুরু করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল বিকেল সাড়ে তিনটার পর বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রী শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আবদুল হামিদ।
এদিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীদের বরণ করে নেওয়ার জন্য ফুলের তোড়া নিয়ে পেক্ষা করছেন। নির্বাচনকালীন সরকারের সময় তাদের মধ্যে কিছুটা নিস্তেজ ভাব দেখা গেলেও নবগঠিত সরকারের মন্ত্রিসভা গঠনের পর দারুণভাবে চাঙ্গা হয়ে উঠেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।