শীর্ষবিন্দু নিউজ: দেশের বেসরকারী এয়ারলাইন্স রিজেন্টের ফ্লাইট শিডিউল ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। উড়োজাহাজ বিকল হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে বলে জানান রিজেন্ট এয়ারলাইন্স কতৃপক্ষ। এ কারণে মঙ্গলবার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। আজ উড়োজাহাজটি সচল হলে সব ফ্লাইট স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কতৃপক্ষ।
সূত্র জানায়, সোমবার রিজেন্ট এয়ারওয়েজের চারটি উড়োজাহাজের একটি অচল হয়ে যায়। এ কারণে তারা ঢাকা-যশোর রুটে বাতিল হয়। যাত্রীদের তোপের মুখে এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার ও এয়ারপোর্ট ম্যানেজার পালিয়ে গেছেন। উড়োজাহাজ বিকল হওয়ায় মঙ্গলবার ঢাকা-সিলেট, ঢাকা-কক্সবাজারসহ তিনটি রুটের ফ্লাইট বাতিল হয়। এছাড়া অধিকাংশ ফ্লাইটই বিলম্বে ছেড়েছে। এ অবস্থায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকার দুপুর একটা ৪০ মিনিটের ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়ে। ঢাকা থেকে চট্টগ্রামের বিকেল তিনটা ৩০ মিনিটের ফ্লাইট সন্ধ্যা ৬টায় ছেড়ে যায়। এভাবে অভ্যন্তরীণ রুটের বেশিরভাগ ফ্লাইটটি বিলম্বে ছেড়েছে।
সূত্র জানায়, রিজেন্ট বর্তমানে ড্যাশ-৮ মডেলের দুটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট পরিচালনা করে থাকে। সোমবার সকালে তাদের একটি ড্যাশ-৮ অচল হওয়ার পর অভ্যন্তরীণ রুটের নির্ধারিত ফ্লাইটগুলো সময়মতো ছাড়তে পারেনি। বিগত ৩ মাস ধরে রিজেন্টের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ৭০ শতাংশ ফ্লাইট বিলম্বে ছাড়ছে। জানা গেছে, তাদের চারটি উড়োজাহাজের বেশিরভাগ সময় সবগুলো উড়োজাহাজ সচল থাকে না। যে কারণে প্রায়শ ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটছে।