প্রতিদিন কাঁধে করে বইয়ের ভারী বোঝা বহনের পরিবর্তে শিক্ষার্থীরা আইপ্যাডেই সব ধরনের শিক্ষা গ্রহণ করতে পারবে। শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের পাশাপাশি এর মাধ্যমে পরীক্ষাও দেওয়া যাবে। তাই বইয়ের বদলে আইপ্যাড ব্যবহার করেই শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে চীনের নানজিং শহরের জিনলিং হাই স্কুল।
প্রাথমিকভাবে ৩০ শিক্ষার্থীকে বিনা মূল্যে আইপ্যাড দেয়া হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হবে বলে আশা করছে মাধ্যমিক শিক্ষার এই প্রতিষ্ঠান কতৃপক্ষ। শিগগির শহরটির আরো ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হবে।
সূত্র: চায়না ডেইলি।
Leave a Reply