রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২০

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার লালবাগ কেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার লালবাগ কেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) চার নির্বাহী প্রকৌশলীসহ  ১০ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সন্ধ্যায় লালবাগ কেল্লা প্রাঙ্গণে  আলো ও সুরের সমন্বয়ে লালবাগ কেল্লার ইতিহাস-ঐতিহ্য নিয়ে নির্মিত ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানে তিনবার বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ৬টার কিছু পরে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। তিনি আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আবার বাতি জ্বলে ওঠে।

এরপর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর  লাইট অ্যান্ড সাইন্ড শো শুরু হলে দ্বিতীয় দফায় বিদ্যুৎ যায়। এর কিছুক্ষণের মধ্যে আসলেও সোয়া ৭টার দিকে লাইট অ্যান্ড সাউন্ড শো চলার মধ্যেই আবারো বিদ্যুৎ যায়।
এরপর বিদ্যুৎ এলে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করে করে চলে যান। সেখানে বারবার বিদ্যুৎ গেলেও লালবাগ কেল্লার আশপাশের বাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে দেখা যায়।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান বলেন, আমাদের দিক থেকে একবারই বিদ্যুৎ গিয়েছে। আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর দিয়ে ওরা কাজ শুরু করে। তবে পাঁচ মিনিট পর আবার চলে এলেও জেনারেটর দিয়েই কাজ চালিয়ে যায়। এরপর জেনারেটর যখন আর লোড নিতে না পেরে বন্ধ হয়ে গেছে তখন আবার বিদ্যুৎ দিয়ে কাজ চালানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025